HSC 2023 Logic 1st paper suggestion | যুক্তিবিদ্যা ১ম পত্র সাজেশন ২০২৩

HSC 2023 Logic 1st paper suggestion- আগামী ১৭/৮/২০২৩ শুরু হতে যাচ্ছে HSC 2023 পরীক্ষা। আজকে আপনি এখান থেকে এইচএসসি ২০২৩ যুক্তিবিদ্যা ১ম পত্র সাজেশন পেতে যাচ্ছেন।

আমরা এই সাজেশনে প্রায় সকল গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং ওই অধ্যায়গুলোর অন্তর্ভুক্ত টপিকগুলো দেওয়ার চেষ্টা করেছি । আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। এগুলো ছাড়াও আপনার যদি এর বাইরেও অন্য কোন টপিক গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেটিও পড়তে পারেন।

HSC 2023 Logic 1st paper suggestion

সতর্কতা : প্রিয় শিক্ষার্থীরা, আপনি নিচের সাজেশন্স থেকেই যে আপনি পরিক্ষায় হুবহু সব কমন পাবেন তা নয়। তবে এগুলোর মধ্যে থেকে পরিক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এগুলো বেশি বেশি পড়বেন। 

তো আসুন দেখে নিই যুক্তিবিদ্যা ১ম পত্রের কোন কোন অধ্যায় গুলো আপনাকে পড়তে হবে। যে অধ্যায়গুলো পড়তে হবেঃ-

 • প্রথম অধ্যায়
 • তৃতীয় অধ্যায়
 • চতুর্থ অধ্যায়
 • পঞ্চম অধ্যায়
 • সপ্তম অধ্যায়

প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলিঃ-

 • যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ
 • যুক্তিবুদ্যার ধারণা
 • এরিস্টটল
 • জে.এস.মিল
 • যোসেফ
 • যুক্তিবিদ্যার পরিসর

তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলিঃ-

 • পদ ও বাক্য,
 • পদ ও শব্দ,
 • পদের শ্রেণীবিভাগ
 • পদের প্রকার ভেদ,
 • যুক্তি বাক্যের গঠন,
 • বাক্যের শ্রেণীবিভাগ,
 • পদের ব্যাপ্তি পদের ব্যাপ্তির নিয়ম

চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলিঃ-

 • বিধেয় ও বিধেয়ক, প্রকৃতি
 • প্রকারভেদ
 • পরফিরির ছক

সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলিঃ-

 • আরোহ অনুমানঃ সংঙ্গা, বৈশিষ্ট্য, স্তর
 • আরোহের কূটাভাস
 • আকারগত ভিত্তি কারণ শর্ত, কারনের বৈশিষ্ট্য
 • বহুকারণবাদ
 • কার্যসংমিশ্রন

আরো দেখুন- 

তো এই ছিল (HSC 2023 Logic 1st paper suggestion) যুক্তিবিদ্যা ১ম পত্র সাজেশন ২০২৩। আগেই আমরা বলেছি এখান থেকে আপনারা ১০০% কমন পাবেন তা নয়। আপনারা এগুলো করলে সুন্দর ভাবে আপনার পড়াটাই গুছিয়ে নিতে পারবেন। এর জন্যই এই সাজেশন গুলো দেওয়া। তো শুভকামনা রইল আপনাদের জন্য।  এরকম আরো HSC এডুকেশান সাজেশান পেতে হলে আমাদের সাইটে নিয়মিত ভিজিত করন।    

Leave a Comment